যে ভাবনা নিয়ে তানজিম হাসান সাকিবের প্রস্তুতি
মোহাম্মদ সাইফউদ্দিন শেষ মুহূর্তে বাদ না পড়লে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকার কথাই ছিল না তানজিম হাসান সাকিবের। শেষ পর্যন্ত ভাগ্য তাকে বিশ্বকাপগামী দলের বিমানে ওঠার সুযোগ করে দিয়েছে। তবে বিশ্বকাপ দলে থাকলেও একাদশে থাকার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। কেননা তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সাথে শরিফুল ইসলাম বাংলাদেশের মূল পেস আক্রমণ। কিন্তু শরিফুলের চোটে কপালে খুলে যায় তানজিম সাকিবের। এই সুযোগটা বেশ ভালো করেই কাজে লাগাচ্ছেন এই তরুণ পেসার। শুধু খেলছেনই না, হয়ে উঠছেন দলের অবিচ্ছেদ্য অংশও। ৩ ম্যাচে মোট ৫ উইকেট তানজিম সাকিবের। বল করেছেন ১১ ওভার, রান দিয়েছেন ৬৫। সেরা বোলিং ৩/১৮। শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ রান খরচে ১ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ রান খরচে ৩ উইকেট ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২৩ রান খরচে ১ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাকিবের এমন পারফরম্যান্সে মধুর সমস্যার মধ্যে পড়েছে টিম ম্যানেজমেন্ট। এদিকে, শরিফুল অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। নেপালের বিপক্ষে তার একাদশে ফেরার সম্ভবনা প্রকট। তবে সাকিব একাদশে থাকবেন, এমন ভাবনাতেই প্রস্তুত হয়েছেন বলে জানালেন। নেপালের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তানজিম সাকিব বলেছেন, ‘ম্যাচ খেলবো কি খেলব না, এটা নিয়ে ভাবি না। আমাকে যদি ম্যাচ খেলায় তবে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করবো, আমি ওভাবেই নিজেকে প্রস্তুত করেছি যে আমি ম্যাচ খেলছি। দলের কম্বিনেশনের কারণে যদি না খেলায় তাহলে আলাদা ব্যাপার।' মাঠে শতভাগ দেওয়ার চেষ্টায় থাকেন বলে জানালেন জুনিয়র সাকিব, ‘আমি সবসময় প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। আর যখনই ম্যাচ খেলার সুযোগ পাই, চেষ্টা করি আমার শতভাগ দেওয়ার জন্য তিন বিভাগেই। আমার কাছ থেকে দল যেন সর্বোচ্চটা পায়। দলের জন্য আমি শতভাগ দিতে চাই মাঠে, এটাই আমার কাজ।' দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও সুপার এইটে যাওয়ার জোর সম্ভাবনা আছে বাংলাদেশের। নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিততে পারলেই সেরা আটে জায়গা করে নেবে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে সহযোগী দেশ হলেও অল্পের জন্য প্রোটিয়াদের বিপক্ষে জয়ের দেখা পায়নি নেপাল। যেখানে শেষ বলের লড়াইয়ে ১ রানে হারতে হয়েছে তাদের। নেপালের এমন পারফরম্যান্সের পর তাই সতর্ক বাংলাদেশ দল। সাকিব বলেছেন, ‘এটা মোটেও চাপের কিছু না। আমরা আমাদের শতভাগ দেবো, সেরাটা দেওয়ার চেষ্টা করবো। টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট-বড় দল নেই। প্রত্যেককে সমানভাবে দেখার চেষ্টা করি। মাত্র ২০ ওভারের খেলা, কখন মোমেন্টাম বদলে যায়, কেউ বলতে পারে না। আমরা প্রত্যেক দলকেই সমানভাবে নেওয়ার চেষ্টা করি। প্রতিপক্ষ যে-ই হোক একইভাবে খেলার চেষ্টা করবো।’
