চুয়াডাঙ্গার উথলীতে রেললাইনে ফাটল, ধীরে ধীরে চলছে ট্রেন

১৬ জুন, ২০২৪ | ১১:৪৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ধীরগতিতে চলছে ট্রেন। রবিবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে দর্শনা হল্ট ও উথলী স্টেশনের মাঝামাঝি স্থানে ঘোড়ামারা রেলগেটের অদূরে হঠাৎ এ ফাটল দেখা দেয়। ফাটল ধরা স্থানে লাল কাপড় টাঙিয়ে মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন উথলী স্টেশন মাস্টার স্বপন বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেললাইনে ফাটলের বিষয়টি উথলী ঘোড়ামারা রেলগেটের গেটম্যানের নজরে এলে তিনি কর্তৃপক্ষকে জানান। এরপরই ঘটনাস্থলে লাল কাপড় টাঙিয়ে মেরামতের কাজ শুরু হয়। এতে ফেটে যাওয়া স্থানটি ধীরগতিতে অতিক্রম করছে ট্রেন। উথলী স্টেশন মাস্টার স্বপন বিশ্বাস বলেন, বিষয়টি জানার পরপরই মেরামতের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থল দিয়ে ট্রেন ধীরগতিতে চলছে। চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, উথলীতে রেললাইনের একটি জায়গায় ফাটল দেখা দিয়েছে বলে জেনেছি। ওই অংশ কেটে বাদ দিয়ে মেরামতের কাজ চলছে। ঘটনাস্থল দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। এতে ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটবে না। এর আগে গত ১৬ জানুয়ারি একই স্থানে ফাটল দেখা দিয়েছিল। ওইসময় উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ জানিয়েছিলেন, অতিরিক্ত ঠান্ডার কারণে রেললাইনে ফাটলের ঘটনা ঘটতে পারে।