চুয়াডাঙ্গায় ঈদে অসহায়দের পাশে আগরওয়ালার ‘তারা দেবী ফাউন্ডেশন’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গায় অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে সমাজসেবক দিলীপ কুমার আগরওয়ালার স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারা দেবী ফাউন্ডেশন’। সোমবার (১৭ জুন) দুপুরে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে অসহায়দের মধ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র কুমার আগরওয়ালা। এরপর দুপুর থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে চলে খাবার পরিবেশন। চুয়াডাঙ্গা ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদসহ নেতাকর্মী ও দেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা খাবার বিতরণ করেন। তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার আয়োজনে প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে এ খাবার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা স্টেশন সংলগ্ন বস্তির বাসিন্দা বৃদ্ধা ছইরন নেছা বলেন, ‘কেউ খাবার দিলে পেটে যায়, না দিলে অনাহারে থাকতে হয়। ঈদে এই খাবার পেয়ে ভালো লাগছে। আল্লাহ দিলীপ বাবুকে ভালো করুক।’ জহুরুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, ‘ঈদের দিন পেটভরে খেলাম। খুব ভালো লাগছে।’ তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু বলেন, ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি ঈদেই অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি।