খুলনায় বজ্রপাতে নিহত ২

২০ জুন, ২০২৪ | ১১:৩৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

খুলনার পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে ভারী বর্ষণের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বাসিন্দা শ্রীকান্ত মণ্ডল (২৫) ও বটিয়াঘাটা উপজেলার খারাবাদ এলাকার মনি চৌকিদারের ছেলে আল-মামুন (১৭)। পাইকগাছার দেলুটি ইউনিয়নের চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল জানান, দুপুরের আগে কাজে যান শ্রীকান্ত। পরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি একটি ঘেরের ঝুপড়িতে আশ্রয় নেন। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। অন্যদিকে স্থানীয়রা জানান, দুপুরে আকাশে মেঘ দেখে মাঠে গরু আনতে যায় আল-মামুন। এসময় বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। ফাঁকা বিলে কোনো নিরাপদ জায়গা না পেয়ে সে বাড়ি ফিরছিল। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।