‘অন্তত ১৭০ রান করা উচিত ছিল’ : শান্ত

২১ জুন, ২০২৪ | ৬:৪০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ধীরগতির ব্যাটিংয়ে পিচে বোলারদের কল্যাণে গ্রুপ পর্বে জিতলেও সুপার এইটে এসে ধাক্কা খেলো বাংলাদেশ। স্লো উইকেটে ব্যর্থ হওয়ার পর ভালো ব্যাটিং উইকেটে ব্যাটাররা রান করতে পারলেন না। অ্যান্টিগার উইকেটে অস্ট্রেলিয়া সাবলীল ব্যাটিং করতে পারলেও নাজমুল হোসেন শান্তরা ধুঁকেছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে অজি বোলাররা বাংলাদেশকে ১৪০ রানে থামিয়ে দিয়ে সহজেই ম্যাচ জিতে নেয়। ম্যাচ শেষে অধিনায়ক শান্ত জানালেন, অন্তত ১৭০ রান করা উচিত ছিল তাদের। শুক্রবার (২১ জুন) ১৪০ রান নিয়ে তাই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করেছে লাল-সবুজরা। হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে কম রান করার আক্ষেপ ঝরলো, ‘উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’ বিশ্বকাপে এই প্রথমবার রান পেলেন শান্ত। আউট হওয়ার আগে খেলেছেন ২৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। তবে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে ঠিকই দলকে বিপদে ফেলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আগের ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও একটি ইনিংস খেলেই শান্তর দাবি ঠিক পথেই আছেন তিনি, ‘দায়িত্ব নেওয়াটা উপভোগ করি। এখন পর্যন্ত ঠিক পথেই আছি। আশা করি আরও অবদান রাখতে পারবো। আজ টপ-অর্ডার রান পেয়েছে, যেটা গুরুত্বপূর্ণ ছিল। আগের কয়েকটি ম্যাচে আমরা ভুগেছি। আগের দুই-তিনটি সিরিজ এবং এই বিশ্বকাপেও বোলাররা ভালো করেছে। আশা করি তারা এটা ধরে রাখবে।’ ব্যাটিং অর্ডার বদলে রিশাদকে আগে পাঠানো হয়েছিল রানের গতি বাড়াতে। যদিও রিশাদ সেটি করতে ব্যর্থ হয়েছেন। রিশাদকে আগে পাঠানোর কারণ উল্লেখ করে শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়া দলের বিপক্ষে আমাদের ঝুঁকি নিতেই হতো। আজ যেমন রিশাদ চারে নেমেছে। কারণ তখন জাম্পা বোলিং করছিল। আমরা জানি রিশাদ স্পিন খুব ভালো খেলে, কিন্তু আজ পারেনি। এমনটা হতেই পারে। তবে আজ আমরা ভিন্ন কিছু চেষ্টা করেছি।’