ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত

২১ জুন, ২০২৪ | ১১:৪১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় জামাই-শশুড় নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের ৮ জনসহ মোট ৯ জন। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী হাসপাতালের সিন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও আহতরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে ইজিবাইকে করে একই পরিবারের ১০ জন মধুখালীতে আত্বীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। মধুখালী হাসপাতালের কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহন ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ সকল যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মিরাজ হাওলাদার (৫২) ও সুমন খান (৩০) নামের দুইজন নিহত হয়। সম্পর্কে তারা জামাই-শ্বশুর। বর্তমানে আশংকাজনক অবস্থায় শারমিন (২২) ও মিমিকে (৩) ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ৭ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তারা হলেন, লিজা বেগম (৪০), শিরিন (২৫), সোনালী (১০), রাহাত বেপারী (২৩), মিলন (৩৫), জসীম (৪০) ও ইজিবাইক চালক (অজ্ঞাত)। নিহত ও আহতদের বাড়ী বরিশাল জেলায় বলে জানা গেছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, নিহতদের লাশ ফরিদপুর মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।