কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরি ও নৌকার সংঘর্ষে নিখোঁজ ১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কালুরঘাট এলাকায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন ২ ব্যক্তি। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন অপর একজন। শনিবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর কালুরঘাট এলাকা থেকে নৌকায় করে বোয়ালখালীতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ ব্যক্তির নাম আশরাফ উদ্দিন কাজল (৫৩) এবং উদ্ধার হওয়া ব্যক্তির নাম নুর কাদের (৩৮)। চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ‘কালুরঘাট এলাকায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকার দুই যাত্রী কর্ণফুলী নদীতে পড়ে গেছেন। তারা চট্টগ্রাম শহর থেকে বোয়ালখালী যাচ্ছিলেন। স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করলেও আরেকজন নদীর স্রোতে ডুবে গেছেন। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’ কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তির কথায় এখানে আরও একজন নিখোঁজ আছেন। তার নাম আশরাফ উদ্দিন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’