চৌদ্দগ্রামে ফুটবল খেলার মাঠে তরুণের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে রাকিবুল ইসলাম (২৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা গাজী আবু তাহেরের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে ভারত সীমান্তবর্তী নোয়াপাড়া এলাকায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিফাতুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাকিবুল ইসলাম শনিবার (২২ জুন) বিকালে নোয়াপাড়া এলাকার একটি মাঠে ফুটবল খেলতে যান। খেলা চলাকালে অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। এই সময় সঙ্গীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নাঈম ও সিফাত নামে দুইজন জানান, শনিবার বিকালে রাকিবুল ইসলাম আমাদের সাথে এই মাঠে খেলতে আসেন। খেলা চলাকালে সে অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে। চিকিৎসক রিফাতুল হক বলেন, কয়েকজন যুবক রাকিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, গরমে খেলার মাঠে হিটস্ট্রোকে তার মুত্যৃ হয়েছে।