শরিয়তপুরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

২৪ জুন, ২০২৪ | ১০:২৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শরিয়তপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার এ কে এম ফয়েজ উল্যাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৩ জুন) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। মামলার এজাহারে বলা হয়, সাব-রেজিস্ট্রার এ কে এম ফয়েজ উল্যাহ (৫৯) সরকারি চাকরিতে কর্মরত থেকে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে বৈধ আয়ের উৎস বহির্ভূত ৩ কোটি ১৩ লাখ ৮৪ হাজার ৩০৮ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।