বাংলাদেশ থেকে পাচারকৃত সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার করেছে বিএসএফ

২৪ জুন, ২০২৪ | ১০:৩০ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

সাড়ে ৩ কেজি সোনাসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২২ জুন) পশ্চিমবঙ্গের নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বোর্নবেরিয়া এলাকা থেকে এই সোনা উদ্ধার হয়েছে। বিএসএফের দাবি, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ রুপি; যা বাংলাদেশ থেকে পাচার করে ভারতে নেওয়া হয়েছে। পরে আটকদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ, পুলিশ তাদের আটক করে। বিএসএফ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের আট নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা একটি অভিযান চালান। সেই অভিযানেই ৩ জনকে ধরা হয়। তাদের কাছ থেকে ৩ দশমিক ৪ ওজনের ৩০টি সোনার বার পাওয়া গেছে। এছাড়া দুটি বাইক ও একটি দেশীয় ভ্যান উদ্ধার হয়েছে। আটককৃতরা সবাই নদিয়ার বাসিন্দা। বিএসএফ জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোনা নিয়ে তারা বনগাঁও যাচ্ছিলো। সেখানেই কারও কাছে ওই সোনা দেওয়ার কথা ছিল। কিন্তু কার কাছ সোনা দেওয়া হতো, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেনি। এই সোনা পৌঁছাতে পারলে টাকা পেতো তারা। আটকদের একজন আগেও এই ধরনের চোরাচালানের কাজ করেছে। বাকি দুজন গোল্ড কুরিয়ার হিসেবে কাজ করতো। বনগাঁয় কার কাছে সোনা নিয়ে যাওয়া হচ্ছিলো, পুলিশ তা খতিয়ে দেখছে। তাকে ধরতে পারলে সোনা পাচারের ‘বড়সড় ব়্যাকেট’কে ধরা যাবে বলে তদন্তকারীদের ধারণা। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এ কে আর্য চোরাচালান আটকাতে বিএসএফ-এর প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি একটি হেল্পলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর জানিয়েছেন। এই নম্বরে যোগাযোগ করে ভারত-বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা চোরাচালান সংক্রান্ত তথ্য দিতে পারবেন বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানান, সুনির্দিষ্ট তথ্যের জন্য উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তথ্য প্রদানকারী ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে।