পানামাকে প্রথম ম্যাচেই বিধ্বস্ত করলো উরুগুয়ে

২৪ জুন, ২০২৪ | ৩:১৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কোপা আমেরিকায় যৌথভাবে রেকর্ড ১৫তম বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। চলতি আসরে ফ্লোরিডায় পানামাকে প্রথম ম্যাচেই ৩-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। এই জয়ে গ্রুপ ‘সি’ থেকে যুক্তরাষ্ট্রের পর সমান ৩ পয়েন্ট পেয়েছে উরুগুয়েও। মার্সেলো বিয়েলসার উরুগুয়ে শুরুর গতিময়তার পুরস্কার পায় ১৬ মিনিটে। বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে জাল কাঁপান আরাউহো। বিরতির পর ভয়ডরহীন মন্ত্রে ম্যাচে ফেরার চেষ্টা করে পানামা। বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেসব হাতছাড়ায় ম্যাচ ফেরা হয়নি। ৫২ মিনিটে লক্ষ্যের বাইরে দিয়ে শট নেন হোসে ফাহারদো। উরুগুয়ে গোলকিপার সের্হিও রোচেতের পরীক্ষা নেন হোসে রদ্রিগেজও। যদিও লাভ হয়নি তাতে। উরুগয়েও সমানভাবে সুযোগ হাতছাড়া করেছে। শেষ দিকে জমে ওঠা ম্যাচে তার পর ৮৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন নুনেজ। ৯০+১ মিনিটে তার পর সেট পিস থেকে মাথা উঁচিয়ে স্কোর ৩-০ করেছেন ভিনা। যদিও তার ৩ মিনিট পর সান্ত্বনাসূচ একটি গোল শোধ দেয় পানামা। গোলটি করেছেন মাইকেল আমির মুরিলো। উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ স্কোরার সুয়ারেজ এদিন বদলির তালিকায় থাকলেও অব্যবহৃত থেকেছেন।