জামাল ভূঁইয়া কি আবাহনীতেই থাকবেন ?

২৫ জুন, ২০২৪ | ১১:১১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর সঙ্গে চুক্তি ভঙ্গ করে আবাহনী লিমিটেডের হয়ে লিগের মাঝপথে খেলেছিলেন জামাল ভূঁইয়া। মৌসুম শেষে তাকে রাখার বিষয় দলটির আগ্রহ কম ছিল। তবে দিন কয়েক আগে হঠাৎ করে আকাশী-নীল জার্সিধারী দলটি নতুন করে জামালকে পেতে চাইছে। আগামী মৌসুমের জন্য বাংলাদেশ অধিনায়ককে নতুন করে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আমাদের মধ্যমাঠে হৃদয়, পাপন সিংহ ও রবিউলের পাশাপাশি আরও একজন খেলোয়াড় দরকার। তাই জামালকে আমরা পেতে চাই। এরই মধ্যে ওর কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে।' বয়সের কারণে জামালকে ঘিরে ক্লাবগুলোর আগ্রহ কম। তাই সামনের মৌসুমে কোন দলে খেলবেন, এ নিয়ে আলোচনা কম হচ্ছিল না। আবাহনীতে খেলার প্রস্তাব পেয়ে জামালও খুশি। তবে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে টিভি চ্যানেলে বিশ্লেষকের কাজে ব্যস্ত থাকা জামাল বলেছেন, ‘আবাহনী থেকে নতুন মৌসুমের জন্য খেলতে অফার দেওয়া হয়েছে। পারিশ্রমিকও ভালো। তবে এখনও ঠিক করিনি কোথায় খেলবো।' আবাহনী এবার আগের চেয়ে শক্তিশালী দল গড়তে যাচ্ছে। নতুন কোচিং স্টাফের সঙ্গে লিগে সেরাদের নিয়ে দল গড়ছে। আর ছেড়ে দিয়েছে বেশিরভাগ পুরানোদের।