কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ২ ঘণ্টা পর ফের সংযোগ

বকেয়া অর্ধকোটি টাকা বিদ্যুৎ বিল

২৮ জুন, ২০২৪ | ৯:৩৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

অর্ধ কোটি টাকা বিল বকেয়া থাকায় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নানা দেন-দরবার শেষে প্রায় ২ ঘণ্টা পর বিল পরিশোধের আশ্বাস মিললে ফের সংযোগ দেওয়া হয়। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন সূত্র জানায়, গত বছর ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজ উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৬ মাসে বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ টাকা। একইভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। এমন পরিস্থিতিতে বকেয়া বিল আদায়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম জানান, বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ মাসে কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে। এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনকুষ্টিয়ার ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী জানান, প্রথম সংযোগটি নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে তিন দফায় লিখিতসহ মৌখিকভাবে একাধিকবার তাগাদা দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। এজন্য বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, হাসপাতালের কিছু যন্ত্রপাতি সচল রাখতে কলেজ থেকে লাইন দেওয়া হয়েছিল। তাতে কলেজের মিটারে অতিরিক্ত বিল আসে। এ বিল পরিশোধ করতে একটু সমস্যা হয়েছে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে যতদূর সম্ভব বিল পরিশোধ করা হবে।