সাপ থেকে রক্ষায় গোয়ালন্দে কৃষকদের মধ্যে গামবুট বিতরণ

২৮ জুন, ২০২৪ | ৯:৪৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

রাজবাড়ীর গোয়ালন্দে রাসেলস ভাইপারসহ বিভিন্ন সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় ১০০ কৃষকদের মধ্যে গামবুট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে এসব গামবুট বিতরণ করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যােতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সি, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. খোকনুজ্জামান প্রমুখ।