দৌলতপুরে খড়ের গাদায় থাকা ১৪ গোখরা পিটিয়ে মারলেন এলাকাবাসী
২৮ জুন, ২০২৪ | ১১:১৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর গ্রামে একটি বড় গোখরাসহ মোট ১৩টি বাচ্চা পিটিয়ে মেরেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকার একটি খড়ের গাদার ভেতর থেকে ১৩টি গোখরা সাপের বাচ্চা, ২৩টি ডিমের খোলস ও একটি বড় গোখরা উদ্ধার করে পিটিয়ে মেরে ফেলা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী মানিক চাঁদ জানান, সকালে বাড়ির বাইরে খড়ের গাদার পাশে দুটি সাপের বাচ্চা দেখতে পান। পরে এলাকার কয়েকজন মিলে খড়ের গাদা সরিয়ে একে একে ১৪টি গোখরা সাপ উদ্ধার করে পিটিয়ে মেরে ফেলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাপগুলো বিষধর ছিল। তাই বন বিভাগকে জানানোর প্রয়োজন মনে করিনি। আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন এঘটনার সত্যতা স্বীকার করেন।