বাগাতিপাড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা; স্বামী আটক

২৯ জুন, ২০২৪ | ১২:১৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বামী আসমত আলীকে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় র‌্যাব-১২ আটক করেছে। শুক্রবার (২৮ জুন) দুপুরের দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় সুফিয়া বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। ওই নারীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা হলে আমরা তা আমলে নেই এবং আসামিকে ধরতে অভিযান পরিচালনা করি। পরে র‌্যাব-১২ এর সহযোগিতায় আসামি আসমত আলীকে সিরাজগঞ্জ থেকে আটক করা হয়। তিনি আরও জানান, আসামিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে ওই রাতে স্বামী আসমত আলী তার স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে এবং ৮ বছরের শিশু আসমানীকে নিয়ে পালিয়ে যায়।