পাবনায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
১ জুলাই, ২০২৪ | ১২:০০ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে আমির হোসেন (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভাদ্রবাটি গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। আহত ব্যক্তির নাম মাজেম খান। তিনি একই গ্রামের আব্দুল গণি খানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাঠে ঘাস কাটছিলেন আমির হোসেন। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন একই গ্রামের মাজেম খান। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।