চুয়াডাঙ্গায় অসুস্থ গাভি জবাই করে মাংস বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

২ জুলাই, ২০২৪ | ৯:০৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

অসুস্থ গাভি জবাই করে মাংস বিক্রির অপরাধে চুয়াডাঙ্গায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ২ মণের বেশি অস্বাস্থ্যকর মাংস জব্দ করা হয়। সোমবার (১ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গেদহ বাজারে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে যাওয়ার পর ডালিম মিয়া নামের একজন কসাই দৌড়ে পালিয়ে যান। তবে তার সঙ্গে থাকা অপর ২ কসাই খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রি করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে তারা জানান, সকালে তারা একটি ভালো ষাঁড় জবাই করে সব মাংস বিক্রি করেন। পরে মাথা ও অন্যান্য অংশ অসুস্থ গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিলেন। এ অপরাধে বাজার কমিটির মাধ্যমে কসাই ডালিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ২ মণের বেশি অস্বাস্থ্যকর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়। অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।