আগামী ৬ জুলাই থেকে ‌‘শাকিব সপ্তাহ’

৩ জুলাই, ২০২৪ | ১১:২৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বিশেষ কোনও দিন বা কারণ নেই। তবুও শাকিব খানের সিনেমা ঘিরে হচ্ছে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন। না, ‘তুফান’ নয়। সেটি তো চলছেই দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে। এরমধ্যেই ‘শাকিব সপ্তাহ’র ঘোষণা এলো টিভি পাড়া থেকে। বেসরকারি টিভি চ্যানেল দীপ্তর প্রোগ্রাম অফিসার জাকিয়া সুলতানা জানালেন, ৬ থেকে ১২ জুলাই তাদের টিভি চ্যানেলের পর্দায় চলবে ‘শাকিব সপ্তাহ’। এরমধ্যে রোজ দুপুর ২টায় থাকছে শাকিব খান অভিনীত ৭টি সিনেমা। এর মধ্যে ৬ জুলাই শনিবার থাকছে কাজী হায়াৎ-এর ‘বীর’। চলচ্চিত্রটিতে শাকিবের বিপরীতে আছেন শবনম বুবলী। ৭ জুলাই থাকছে জাকির হোসেন রাজুর ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’। ত্রিভুজ প্রেমের এ ছবিতে শাকিবের সঙ্গে আছেন অপু বিশ্বাস। ৮ জুলাই থাকছে আজাদী হাসনাত ফিরোজের পরিচালনায় ‘তুমি আমার মনের মানুষ’। রোমান্টিক এই ছবিতে শাকিব খানের সঙ্গে আছেন অপু বিশ্বাস। ৯ জুলাই শাহীন সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’তেও আছেন অপু বিশ্বাস। ১০ জুলাই থাকছে এনায়েত করিমের ‘বাহাদুর সন্তান’। এতে শাকিবের নায়িকা একা। ১১ জুলাই এফ আই মানিকের ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’তে ফের অপু বিশ্বাস। ১২ জুলাই শেষ ছবি হিসেবে থাকছে জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জী যৌথভাবে পরিচালিত ‘শিকারি’। এতে শাকিব খানের সঙ্গে আছেন কলকাতার শ্রাবন্তী। জানা গেছে, এই উৎসব সম্পর্কে শাকিব খান এখনও অবগত নন। যদিও উৎসব পরিচালনায় এতে কোনও বাধা নেই কিংবা আপত্তি থাকার কথা নয় নায়কের। এদিকে ৫ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে রায়হান রাফী নির্মিত শাকিব খানের হিট ছবি ‘তুফান’। এর আগে ২৮ জুন বিশ্বের ১৫টি দেশের শতাধিক হলে মুক্তি পেয়েছে ছবিটি। দেশগুলো হলো, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার ও ওমান। দেশের মতো বিদেশ থেকেও ভালো সাড়া মিলছে ছবিটির পক্ষে। এতে শাকিবের বিপরীতে আছেন ঢাকার নাবিলা আর কলকাতার মিমি।