দৌলতপুরে ডা. এএসএম মুসা কবিরের উদ্যোগে এসএফএ বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

৯ জুলাই, ২০২৪ | ১০:১৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

“দৌলতপুর হোক একটি ফলের বাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. এ এস এম মুসা কবিরের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় এসএফএ বৃক্ষরোপণ অভিযান এবং মাদ্রাসা ছাত্রদের বৃক্ষ রোপণ এবং তা পরিচর্যা করণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচীতে সহযোগী সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছে দৌলতপুর উপজেলা ইমাম ও ওলামা পরিষদ। মঙ্গলবার (৯ জুলাই) দৌলতপুর উপজেলার দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা চত্ত্বর থেকে এই বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার এ এস এম মুসা কবিরের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ওবায়দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. এ এস এম মুসা কবির, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় আলেম-ওলামাবৃন্দ। এই বৃক্ষরোপণ অভিযানে মোট ১২০০ ফলের গাছ লাগানো হয়। এবং এই গাছের চারাগুলো সঠিকভাবে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার ২৫০ জন ছাত্রকে বৃক্ষ রোপণ এবং তা পরিচর্যা করণ সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়।