শেরপুরে কারাগার ভেঙে বন্দিদের মুক্ত করলো আন্দোলনকারীরা
৬ আগস্ট, ২০২৪ | ১২:৩৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

শেরপুর জেলা কারাগার ভেঙে সব বন্দি মুক্ত করে দিয়েছেন আন্দোলনকারীরা। ৫ আগস্ট সোমবার বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে। এর পরে কারাগারে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় তারা। জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি শুনার পরপরই প্রায়ই ৪/৫হাজার আন্দোলনকারী কারাগারে হামলা চালায়। পরে সেনাবাহিনীরা জানতে পেরে কারাগারে থাকা বন্দিদের একে একে বের করে দেন। পরবর্তীতে আবার হামলা চালিয়ে কারাগারে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।নোটিশ বোর্ডের তথ্য অনুযায়ী কারাগারে ৫২৭ জন বন্দি ছিলেন।