গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি, আতঙ্কে জনসাধারণ
৮ আগস্ট, ২০২৪ | ২:১৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে কারাগারে এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টায় গাজীপুরের জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হঠাৎ কারাগারে গুলাগুলি শুরু হয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমি এখন খুব ব্যস্ত, পরে বিস্তারিত জানানো হবে। এদিকে, গাজীপুর জেলা কারাগারে গুলা গুলির শব্দ আতঙ্কে রয়েছে এলাকায় সাধারণ মানুষ ও পথচারীরা।