নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান
১২ ডিসেম্বর, ২০২৪ | ২:৩৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে বুধবার (১১ ডিসেম্বর) যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়ক দখল করে বসা হকারদের সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে পার্ক করা যানবাহন সরিয়ে নেওয়া হয় এবং বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন বলেন, অবৈধ স্ট্যান্ড সরিয়ে দেওয়ার পরও তা আবার গড়ে ওঠে। অভিযান অব্যাহত রেখে শহর যানজটমুক্ত করার প্রচেষ্টা চলছে। অভিযানে সাধারণ মানুষকে রাস্তা দখল না করা ও যানবাহন সঠিক স্থানে পার্কিং করার ব্যাপারে সচেতন করা হয়। যৌথ অভিযানটি শহরের যানজট কমানো এবং জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হয়েছে। অভিযান নিয়মিত চালানোর পরিকল্পনা করা হয়েছে।