প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের হাতে ধরা পড়লো উ. কোরীয় সেনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরীয় সেনা রাশিয়ার পক্ষে লড়ছে বলে দাবি করে আসছিল ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা। তবে এমন দাবির পেছনে তাদের কাছে জোরালো কোনও প্রমাণ ছিল না। তবে এবার আহত এক উত্তর কোরীয় সেনাকে ইউক্রেন বন্দি করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশটির একটি গুপ্তচর সংস্থা এই খবর নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালী করতে উত্তর কোরীয় বাহিনী পাঠানোর পর, এ ধরনের প্রথম ঘটনা এটি। শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বলেছে, ‘মিত্র দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদানের মাধ্যমে একজন আহত উত্তর কোরিয়ার সেনাকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়ার সেনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশ করা হয়েছে। ছবিটিতে তাকে ভীতু দেখাচ্ছিল এবং আহত বলে মনে হচ্ছে। তবে ওই সেনার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। ইউক্রেনের সংবাদমাধ্যম মিলিটরনি জানিয়েছে, বিশেষ বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে এক সেনাকে ধরে নিয়ে গেছে। এই অঞ্চলের কিছু এলাকা দখল করেছে ইউক্রেন। তবে মিলিটরনির ওই প্রতিবেদনে, ঘটনাটি কখন ঘটেছে তা জানানো হয়নি। এমনকি ইউক্রেন বা উত্তর কোরিয়ার কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করে কোনও বিবৃতিও দেয়নি।