অবৈধভাবে ভারতে প্রবেশকালে শিকারপুর সীমান্তে ২ নারী আটক

২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:১১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি ২ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি তারা। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ওই দুই নারীকে আটক করা হয়। আটকরা হলেন- নড়াইল জেলার সদর থানার সরকেরডাঙ্গা গ্রামের বুলবুল মুন্সির মেয়ে সুমি খানম (২৫) ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের ফিলিপ সরকারের মেয়ে পিংকি সরকার (২৫)। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি, শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বেশ কিছু নারী-পুরুষ অবৈধপথে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বিজিবির একটি বিশেষ অভিযানিক দল শিকারপুর গ্রামের একটি মাঠে অভিযান চালায়। এ সময় কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও দুই নারীকে আটক করা হয়। আটক ওই দুই নারীকে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।