পাংশায় মাংস ব্যবসায়ীকে ১ টাকা জরিমানা

২৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

রাজবাড়ীর পাংশায় রক্ত মিশ্রিত ও অস্বাস্থ্যকর পরিবেশে গরুর মাংস বিক্রির দায়ে জাফর খাঁ (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাংশা রেলগেট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল এ জরিমানা করেন। মাংস ব্যবসায়ী জাফর খাঁ উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হোসেন খাঁর ছেলে। জানা যায়, পাংশা পৌর শহরের রেলগেট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর মাংসে রক্ত মিশ্রণ ও ফ্রিজে সংরক্ষণ করা মাংস বিক্রি করছিলেন ওই ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা ভঙ্গের অপরাধে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, স্যানিটারি ইন্সপেক্টর তৈয়বুর রহমান, পাংশা মডেল থানার এসআই সাজিদসহ সঙ্গীয় ফোর্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।