কার্লসেনকে ডিসকোয়ালিফাইড করায় গ্র্যান্ডমাস্টার রাজীবের অভিমত

২৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

দাবায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। ফিদের ড্রেস কোড অনুসরণ না করায় ওয়ার্ল্ড র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ থেকে ডিসকোয়ালিফাইড হয়েছেন তিনি। এ নিয়ে বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবও প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার লিখেছেন, ‘সম্প্রতি ফিদে র‌্যাপিড বিশ্ব চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেন জিন্স পরেছিলেন এবং এর শাস্তি হিসেবে তাকে নবম রাউন্ডে পেয়ারিং করা হয়নি। এর ফলে ম্যাগনাস চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ান। এটি ফিদের একটি বড় সাংগঠনিক ব্যর্থতা। সেখানে কোনও মধ্যস্থতাকারী ছিল না, যিনি পরিস্থিতি সামাল দিতে পারতেন। ফিদে এবং শীর্ষ খেলোয়াড়দের মধ্যে এই বিচ্ছিন্নতাই দাবার সঠিক অগ্রগতির প্রধান অন্তরায়।’ তিনি আরও লিখেছেন, ‘এর আগেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফরম্যাট নিয়ে ফিদে ম্যাগনাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছিল, যার ফলে ম্যাগনাস বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও সরে দাঁড়িয়েছিলেন। ফিদে নিয়ম-কানুন নিয়ে কথা বলে, কিন্তু তারা তাদের চ্যাম্পিয়নদের সঠিকভাবে সম্মান করে না। এর উদাহরণ হিসেবে দেখা যায়, তারা গুকেশকে দাবার ১৮তম এবং সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দাবি করেছে।’ ফিদের কার্যক্রম নিয়ে তার কথা, ‘ফিদে এবং শীর্ষ খেলোয়াড়দের মধ্যে এই সংকট কেবল আন্তর্জাতিক পর্যায়ে নয়, এটি জাতীয় দাবা ফেডারেশন ও তাদের খেলোয়াড়দের মধ্যেও দেখা যায়। ফিদে এবং ফেডারেশন মূলত খেলোয়াড়দের জন্য কাজ করার কথা। কিন্তু পদে আসীন হওয়ার পর তারা নিজেদের স্বার্থ অনুযায়ী কাজ চালিয়ে যায় এবং খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন মনে করে না। এ ধরনের পরিস্থিতি দাবার উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’