মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারকে মঈন খানের চিঠি

২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:০০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও তার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মৃতিচারণ করে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার (২৭ ডিসেম্বর) দেওয়া চিঠিতে তিনি বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মনমোহন সিং ছিলেন ভারতের আধুনিক অর্থনৈতিক কাঠামোর স্থপতি। ভারতের স্বাধীনতার কয়েক দশক পরে তিনি ভারতের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বের কাছে উন্মুক্ত করার দূরদর্শিতা দেখিয়েছিলেন, যার ফলে দেশটি বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতির সর্বোচ্চ সুবিধা অর্জন করেছিল। রবিবার (২৯ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে গণমাধ্যমকে এ চিঠির কথা জানান ড. মঈন খান। ব্যক্তিগতভাবে ড. সিংয়ের সঙ্গে আলাপচারিতা করার সৌভাগ্য হয়েছিল উল্লেখ করে ড. মঈন খান চিঠিতে বলেন, ভারতের অর্থমন্ত্রী হিসেবে ড. সিং আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি যখন আর সরকারে থাকবেন না, তখন আপনি কী করবেন।’ আমি এর মধ্যে দুটি অন্তর্দৃষ্টি অনুভব করেছি, কিন্তু সুনির্দিষ্টভাবে না গিয়ে, আমি তাকে জানিয়েছিলাম, আমি সরকারে না থাকলে আপনি যেমনটি করবেন ঠিক তেমনটাই করবো। তিনি হেসে বললেন, ‘আমি অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরে যেতে চাই।’ আমি বললাম, এটা আমারও ইচ্ছা।