নথিপত্রও স্ক্যান করতে পারবেন হোয়াটসঅ্যাপে

২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ডকুমেন্ট স্ক্যান করার জন্য আর আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে না। হোয়াটসঅ্যাপেই এখন থেকে স্ক্যান করা যাবে ডকুমেন্ট। ‘স্ক্যান ডকুমেন্ট’ ব্যবহার করে স্মার্টফোনের ক্যামেরা দিয়েই সরাসরি নথিপত্র স্ক্যান করতে পারবেন ইউজাররা। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের হালনাগাদ আইওএস ২৪.২৫.৮০ সংস্করণে সুবিধাটি যুক্ত করা হয়েছে। ফলে প্রাথমিকভাবে এ সুবিধা শুধু আইফোনে ব্যবহার করা যাবে। ধীরে ধীরে অন্যান্য অপারেটিং সিস্টেমেও এই ফিচার চালু হয়ে যাবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কবে চালু হবে, তাও স্পষ্ট নয়। নথিপত্র স্ক্যান করার জন্য হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেন্যু থেকে ‘স্ক্যান’ অপশন নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে আইফোনের ক্যামেরা চালু হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় নথিপত্রের ছবি তোলা হলে সেটি প্রিভিউ অপশনে দেখা যাবে। ব্যবহারকারীরা স্ক্যান করা ছবি সরাসরি বা সম্পাদনা করে সংরক্ষণের পাশাপাশি অন্যদের পাঠাতে পারবেন।