বছরের প্রথম দিন স্বাস্থ্য কার্ড পাবেন জুলাই আন্দোলনে আহতরা

৩১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য কার্ড ইস্যু করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহতের মাঝে স্বাস্থ্য কার্ড দেওয়ার মাধ্যমে এই সেবার উদ্বোধন করবেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার বিকাল সাড়ে ৫টায় প্রধান উপদেষ্টা যমুনাতে এই অনুষ্ঠান করার বিষয়ে সম্মতি দিয়েছেন।’