সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৬

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। এসময় ১০টি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের সাহিদ মাতুব্বরের সমর্থকদের সঙ্গে হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এসময় হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ১০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় সাহিদ মাতুব্বরের লোকজন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।