কোহলির নট আউট বিতর্ক নিয়ে আইসিসি

৩ জানুয়ারি, ২০২৫ | ১০:২৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

যশস্বী জয়সাওয়ালের আউট নিয়ে বিতর্কের পর সিডনি টেস্টের প্রথম দিনে নতুন করে আলোচনায় বিরাট কোহলিকে নটআউটের সিদ্ধান্ত। টস জিতে ব্যাট করতে নেমে ভারত ১৭ রানে ২ উইকেট হারায়। ব্যাটিংয়ে নামেন কোহলি। মাঠে নেমে প্রথম বলেই আউট হতে হতেও জীবন পান তিনি। অষ্টম ওভারের পঞ্চম বলের ঘটনা। বোলিংয়ে ছিলেন স্কট বোল্যান্ড। বল কোহলির ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে উড়ে যায়। এক হাতে নীচু ক্যাচ ধরার চেষ্টা করেন স্টিভ স্মিথ। বল স্মিথ পুরোপুরি হাতে নিতে পারেননি। বল ছিটকে গালিতে থাকা মার্নাস লাবুশেনের কাছে চলে যায়। তিনি ক্যাচ নিতে ভুল করেননি। উল্লাসে ফেটে পড়েন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। কিন্তু অনফিল্ড আম্পায়ার ছিলেন নীরব। তারা টিভি আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে বলেন। স্মিথের হাত থেকে ছিটকে যাওয়ার আগে বলের একটি অংশ সামান্য মাটি ছুঁয়ে যাওয়ায় বেঁচে যান কোহলি। তৃতীয় আম্পায়ার তাকে নট আউট দিলে হতাশ হন স্মিথ। পরে লাঞ্চ ব্রেকে ফক্স স্পোর্টসকে স্মিথ বলেন, ক্যাচটি যে বৈধ ছিল তা নিশ্চিত তিনি। এই তারকা বলেন, ‘১০০ ভাগ (ক্যাচ ছিল)। অস্বীকার করার কোনও উপায় নেই… ১০০ ভাগ (আউট)। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমাদের সেটাই মানতে হচ্ছে।’ এদিকে আইসিসি এই বিতর্কে নীরব থাকেনি। সিডনি টেস্টের ঘটনার কিছুক্ষণের মধ্যেই আইসিসি তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে, ‘তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এমসিসি আইনের ৩৩ ধারা অনুসারে ‘ফেয়ার ক্যাচ’ বিষয়ে নিশ্চিত হননি, যার ফলে কোহলিকে নটআউট ঘোষণা করা হয়েছে।’ কোহলি বেঁচে গেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৬৯ বলে মাত্র ১৭ রান করে বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দেন। অভিষিক্ত ওয়েবস্টার সেই ক্যাচটি ধরেন। কোহলি আউট হয়ে যান।