দুঃসময়ে লিটনের পাশে থিসারা পেরেরা

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাড-প্যাচ কাটানো লিটন দাস ঘরোয়া ক্রিকেটেও সেখান থেকে বের হতে পারছেন না। চলতি বিপিএলে রান খরায় ভুগছেন তিনি। দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ব্যর্থ হওয়াতে ঢাকা ক্যাপিটালসও জয়ের দেখা পাচ্ছে না। এমন দুঃসময়ে লিটন পাচ্ছেন লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরাকে। ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন ৩ ম্যাচে করেছেন ৩৩ রান। যার মধ্যে রংপুর রাইডার্সের বিপক্ষে করেছেন ২৭ বলে ৩১ রান। পরের দুই ম্যাচে ০ ও ২ রান। অফফর্মে থাকা লিটনের নাম উঠে যাচ্ছে বিব্রতকর রেকর্ডে। এমন সময়ে ঢাকার অধিনায়ক পেরেরার কথা লিটনকে উজ্জীবিত করতে পারে ভালো ইনিংস খেলতে। খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হারের পর সংবাদ সম্মেলনে পেরেরা বলেছেন, ‘সে (লিটন) আসলে ভালো খেলোয়াড়। ব্যর্থতা সবারই আসে। এরই নাম জীবন। এখানে সময়ের ব্যাপার। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সবারই ঘুরে দাঁড়াতে হবে।’ লাল বলের ক্রিকেটে তুলনামূলক ভালো অবস্থায় থাকলেও সাদা বলে সমস্যা হচ্ছে লিটনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬ ইনিংসে ২৩ রান করেছেন। লিটনকে নিয়ে পেরেরা আরও বলেছেন, ‘এখন লিটন রানে নেই। তবে সে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আশা করছি, অবশ্যই সে ঘুরে দাঁড়াবে।’