নাটোরে কাঠের বক্সে ৪ কেজি গাঁজা ডিএনসি’র রাজশাহী চৌকস দলের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন

৮ জানুয়ারি, ২০২৫ | ১:১৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

নাটোর কাঠের বক্সে ৪ কেজি গাঁজা পাচারকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের চৌকস দলের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন। মঙ্গলবার (৭ জানুয়ারি ) বিকেল ৪টার দিকে নাটোর জেলার সদর থানাধীন পন্ডিতগ্রাম নলডাঙ্গা- নাটোর গামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিএনসির সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন,নাটোর সদর থানাধীন সুলতানপুর মধ্য পাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে হযরত আলী (৫৩) ও নওগাঁ জেলার আত্রাই থানাধীন পাচুপুর ইউপির খঞ্জর মসজিদপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪৫)। ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে নাটোর জেলার সদর থানাধীন পন্ডিতগ্রাম নলডাঙ্গা- নাটোর গামী পাকা সড়কের নাম্বার বিহীন একটি সবুজ সিএনজি গতিরোধ করে ঘেরাও করে। এসময় তল্লাশী শুরু করলে সিএনজি ভিতরের সিটে বসে থাকা আসামীদের দেহ তল্লাশী করে দুই পায়ের মাঝখানে থাকা দুইটি কাঠের বক্সের মধ্যে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দল। এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ডিএনসি রাজশাহী গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।