সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পন্য জব্দ করেছে র্যাব

সুনামগঞ্জের জেলা শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, (র্যাব)। জেলা শহরের ষোলঘর এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে চোরাচালানের এসব পণ্য জব্দ করা হয়। এসময় জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।র্যাব মিডিয়া সেল জানিয়েছে, শুল্কবিহীন ভারতীয় পণ্যের মধ্যে শাড়ি ৮শ ৪৮ পিছ, জর্জেট থানকাপড় ৪২ পিছ, বেবী লোশন ৩ হাজার ৬শ পিছ, বডি লোশন ৩৫ পিছ, চকোলেট ৫ হাজার ৪০ পিছ, ডাব সাবান ২ হাজার ৭শ ৩৬ পিছ, মেহেদী ২৭ হাজর ৩শ ৬০ পিছ। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪২ লাখ ১৪ হাজার ৩শ ৮০ টাকা।র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল তথ্য নিশ্চিত করে বলেন- র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকে বিভিন্ন ধরনের নৃশংস-ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি জানিয়েছেন, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাব সদস্যগন দেশপ্রেমে সিক্ত হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মানে একনিষ্ঠ হয়ে নিরলসভাবে অর্পিত দায়িত্বপালন করে আসছে। ফলে মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে র্যাব।