দোয়ারাবাজারের হাসান হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাসান হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হলেন- উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের গৌছ আলীর দুই ছেলে হাসাইন আহমেদ নেইমার (২০) ও হোসাইন আহমেদ (১৯)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক।শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দোয়ারাবাজার থানা পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী অফিসার দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার থিরপাড়া ডিঙামানিক এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে। শুক্রবার বিকালে তাদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর মধ্যরাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর-নরসিংপুর রাস্তায় দ্বীনেরটুক মাদ্রাসাগামী ব্রিজের পাশে দুবৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে হাসান আলী মারা যান। নিহত হাসান স্থানীয় দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলীর ছেলে। নিহতের বড় ভাই রোশন আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।