কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে

৩০ জানুয়ারি, ২০২৫ | ১২:০২ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বিপরীত মেরুতে দাঁড়িয়ে জুবায়েদ মোস্তফা আমি সবটুকু দিয়ে তোমার ভুবনকে আলোকিত করি, সমস্ত আঁধার আমি কুড়িয়ে নেই অত্যন্ত আপন করে। আমি শুধু তোমার জন্য সুখকে চিরতরে বলি দিয়েছি, আর তুমি নিজেকে ধারণ করো অন্য কোনো এক অম্বরে। আমি তোমার জন্যই রাত জেগে উড়ো চিঠি লিখি, আর তুমি রঙিন ফুলের স্বপ্ন সাজাও অন্য কারো নামে। তোমার সুখের জন্য আমি আঁখি থেকে বৃষ্টি নামাই, আর আমার জন্য তুমি অবহেলা ক্রয় করো চড়া দামে।