গোয়ালন্দে বাংলা মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৬ মে, ২০২৫ | ২:৪৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫(পাঁচ) লিটার দেশীয় তৈরী মদ ও ৭২ পিছ ইয়াবা সহ ২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার । ১৪ ই মে বুধবার দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার মধ্যে দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: দক্ষিণ দৌলতদিয়ার সৈয়দ আলী পাড়া গ্রামের মমিন শেখের ছেলে সাঈদ শেখ (৪৮) তাঁকে ৫ লিটার বাংলা মদসহ পূর্ব পাড়া (যৌনপল্লী) এলাকা থেকে আটক করা হয়। দৌলতদিয়ার শাহাদত মেম্বার পাড়া এলাকার সৈয়দ আলী খন্দকারের ছেলে শহীদ খন্দকার ওরফে আম্বী শহীদ (৪৭) কে ৭২ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম জানান, ।উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।