যৌন হয়রানির অপরাধে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

১৯ মে, ২০২৫ | ৮:৫৮ অপরাহ্ণ
তৌফিক হাসান তানজীম , দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে গ্রন্থাগারে ডেকে নিয়ে যৌন হয়রানির অপরাধে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে কুমারখালী থানায়। ছাত্রীর চাচা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম সোমবার তদন্ত করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম শেখ রেজাউল করিম মিলন। তিনি উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। জানা যায়, ১২ মে দুপুরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মত আলী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রধান শিক্ষকের নির্দেশে গ্রন্থাগারে রেখে আসেন। এবং প্রধান শিক্ষক ওই ছাত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়া ও উপবৃত্তির লোভ দেখিয়ে যৌন হয়রানি করেন। এ ঘটনায় গত ১৫ মে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর মা। লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষকের বিচার দাবীতে রোববার মানববন্ধন ও প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। এবং রোববার সন্ধ্যায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। সোমবার সকালে তদম্ত টিম বিদ্যালয়ে তদন্তে গেলে প্রধান শিক্ষক এবং ওই ছাত্রী অনুপস্থিত ছিলেন। মামলার বাদী বলেন, সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি। মামলার কাজে মেয়েকে নিয়ে আদালতে থাকার কারণে তদন্তে উপস্থিত থাকতে পারেননি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, যৌন হয়রানির অপরাধে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে। আসামি আটকের জন্য জোড় চেষ্টা চলছে।