কুষ্টিয়া শহর শাখায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

২১ মে, ২০২৫ | ৮:২৮ অপরাহ্ণ
তৌফিক হাসান তানজীম , দৈনিক গণঅধিকার

আজ বুধবার (২১ মে) সকাল ১০ ঘটিকার সময় হাজী শরীয়তুল্লাহ এয়াতিমখানার আব্দুল ওয়াহেদ রহঃ অডিটরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের সফর উপলক্ষে কর্মী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ সেলিম রেজা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা। সমাবেশে বক্তাবরা বলেন আমাদের কে আমল-আখলাক এর পাশাপাশি একজন সৎ দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সাংগঠনিক মানোন্নয়ন ও যে কোনো পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আগামীর নিজেরদের প্রস্তুত রাখতে হবে দেশের যেকোনো প্রয়োজনে সকলের আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জনগণের পাশে থাকবে। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শাখার বিভিন্ন দায়িত্বশীল ও কর্মী বৃন্দ ।