বাক প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

২৩ মে, ২০২৫ | ৬:২৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে আহনাফ আলম জারিফ (৭) নামে এক বাক প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। ২১/৫/২৫ তারিখে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাইফুলিয়া মার্কেট শাহজাহানপুর এলাকা থেকে। বুধবার রাতে সাইফুলিয়া মার্কেট এলাকায় বাক প্রতিবন্ধী শিশুটিকে ঘুরতে দেখে এলাকার স্থানীয়রা শাহজাহানপুর থানায় অবগত করে পরবর্তীতে শাহজাহানপুর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে শাহজাহানপুর থানায় নিয়ে আসে। শিশুটির বাবা মো:সাইফুল আলম মতিঝিল থানায় জিডি করে উক্ত বিষয়টি শাহজাহানপুর থানা পুলিশ জানতে পারে। পরবর্তীতে শাহজাহানপুর থানা পুলিশ আহনাফ আলম জারিফ (৭) কে তার বাবা মো:সাইফুল আলমের জিম্মায় প্রদান করে। শাহজাহানপুর থানা অফিসার্স ইনচার্জ মো:জাহাঙ্গীর আলম বলেন আহনাফ আলম জারিফ (৭) নামে বাক প্রতিবন্ধী শিশুকে শাজাহানপুর থানা এলাকায় আমরা উদ্ধার করি পরবর্তীতে তাকে তার বাবার জিম্মায় প্রদান করি।