কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ২৯,৪৭৫ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩১ মে, ২০২৫ | ১:১২ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

আজ কুষ্টিয়ায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি বিশেষ অভিযানে ২৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা উদ্ধারসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাহারিয়ার জীবনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম-এর নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযানটি “কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায়” পরিচালিত হয়। গ্রেফতারকৃত শাহারিয়ার জীবন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন সোনাইডাঙ্গা গ্রামের নূর আলী মন্ডলের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে।