খোকসার পাইকপাড়ায় ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক, এক নারীর অবস্থা আশঙ্কাজনক

৩১ মে, ২০২৫ | ২:৪২ অপরাহ্ণ
তৌফিক হাসান তানজীম , দৈনিক গণঅধিকার

আজ শনিবার সকালে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর নামক স্থানে একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা। আহতদের মধ্যে ছেঁউড়িয়া লালন আখড়াবাড়ি এলাকার বাসিন্দা রহিদুলের স্ত্রী চায়না বেগম গুরুতর আহত অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী বাস এবং বিপরীতমুখী একটি ট্রাক পাইকপাড়া মির্জাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী আহত হন এবং পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পুলিশ একটি তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।