বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের
৩ জুন, ২০২৫ | ৮:৫৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কোরবানির আগে বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসেছিল ১২ বছরের ফয়সাল। ফরিদপুর থেকে অনেক আশা নিয়ে এসেছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিআইখোলা গরুর হাটে। কিন্তু এই সফর আর ফিরিয়ে নিল না তাকে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে হাটের পাশে থাকা ডিএনডি লেকে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায় ফয়সাল। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ফয়সালের বাবা একজন গরু ব্যবসায়ী। কোরবানির মৌসুমে হাজারো মানুষের ভিড়ের মাঝে হয়তো ছোট্ট ছেলেটিও ব্যস্ত ছিল বাবার পাশে। কিন্তু একটু স্বস্তির খোঁজে পানিতে নেমে ফয়সাল আর জীবিত ফিরল না। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শাহ আলম জানান, ছেলেটি গোসল করতে নেমে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আমাদের খবর দিলে আমরা এসে মরদেহ উদ্ধার করি।