মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৪ জুন, ২০২৫ | ১:৫৮ পূর্বাহ্ণ
মোঃ আরিফুল ইসলাম , দৈনিক গণঅধিকার

কুষ্টিয়া মিরপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর থানার এএসআই মামুনুর রশিদ, এএসআই শাজাহান ও এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত অভিযানে এই দুই আসামিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক আসামিদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তারা বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।