মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা

৪ জুন, ২০২৫ | ২:০৬ অপরাহ্ণ
মোঃ আরিফুল ইসলাম , দৈনিক গণঅধিকার

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ সভার মাধ্যমে আসন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান পদে ডাঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মাওলানা খন্দকার রেজাউল করিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মৎ নাসিমা নাহারের নাম ঘোষণা করা হয়। এছাড়াও মিরপুর পৌরসভার মেয়র পদে অধ্যাপক শাহ জালাল মামুনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ১২টি ইউনিয়নের জন্যও আলাদা আলাদা প্রার্থী ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতি ছিল। নেতারা দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণার আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।