দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক

৫ জুন, ২০২৫ | ৪:৫০ অপরাহ্ণ
শাহাদাত হোসেন , দৈনিক গণঅধিকার

দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী কক্সবাজার রামু গর্জনিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তের অঘোষিত সম্রাট যুবলীগ নেতা ডাকাত শাহিন অস্ত্র ও মাদক সহ সেনাবাহিনীর হাতে রামু গর্জনিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে থেকে আটক হয়। তার ভয়ে মানুষ জন মুখ খোলার সাহস পেতো না ফলে রামু গর্জনিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে খুন, ডাকাতি ঘড়বাড়ি জ্বালিয়ে দেওয়া গরু ও মাদক নিয়ন্ত্রণ করে যেতো,ফলে আজ সকালে রামু গর্জনিয়া নাইক্ষ্যংছড়ি সেনাবাহিনী, বিজিবি,র‍্যাব ও পুলিশ সহ অভিযান পরিচালনা করে তাকে কৌশলে অস্ত্র ও মাদক সহ বাসা থেকে গ্রেফতার করা হয়।