মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক আলহাজ্ব আব্দুল হক আর নেই। তিনি শনিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (আজ) সকাল ৯টা ৩০ মিনিটে আমলা হাইস্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজনসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। আলহাজ্ব আব্দুল হক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয় জনগণের মাঝে আজও প্রশংসিত। মরহুমের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।