বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ

৩১ জুলাই, ২০২৫ | ১২:৫৪ অপরাহ্ণ
তৌফিক হাসান তানজীম , দৈনিক গণঅধিকার

চাঁদাবাজি, দখলদারিত্ব ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ জানতে কুষ্টিয়ায় জেলা বিএনপির স্থাপন করা অভিযোগ বক্সে গত এক সপ্তাহে জমা পড়েছে চারটি লিখিত অভিযোগ।বুধবার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বক্সটি আনুষ্ঠানিকভাবে খোলা হয়। সেখানে জমা দেয়া অভিযোগগুলো পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।জমা পড়া অভিযোগগুলো হলো- কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ। লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে দুর্নীতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত একটি সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আবেদন। জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করে আবেদন। বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে ধোপাপাড়া ও মধ্য মিলপাড়া কলোনীতে চাঁদা দাবির অভিযোগ, যার পেছনে 'সাজু বাহিনী' জড়িত বলে উল্লেখ। উল্লেখ্য, গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ জানতে ও ব্যবস্থা নিতে কুষ্টিয়া প্রেসক্লাবের নিচতলায় ফটকের পাশে অভিযোগ বক্স স্থাপন করে জেলা বিএনপি। বক্সটি স্থাপন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। দলটি জানিয়েছে, শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এমন অভিযোগ বক্স বসানোর পরিকল্পনা রয়েছে।