মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন এ্য‌াডঃ এহান উদ্দিন মনা

৩১ জুলাই, ২০২৫ | ৩:৪৫ অপরাহ্ণ
এস.এম মহিবুল ইসলাম , দৈনিক গণঅধিকার

মেহেরপুর জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্য‌াডঃ এহান উদ্দিন মনা কে মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই মেহেরপুর পৌরবাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’ মেহেরপুর পৌর শাখার সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন দলের পরীক্ষিত,সাহসী ও সবার প্রিয়,অ্যাডভোকেট এহান উদ্দিন মনা। মেহেরপুর পৌরবাসী বলেন তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন,দলের দুঃসময়ের কাণ্ডারি,ত্যাগ-তিতিক্ষার প্রতীক এবং গণমানুষের বিশ্বস্ত মুখ।সময় এসেছে নেতৃত্বে নতুন মাত্রা যোগ করার নির্ভীক, দক্ষ এবং সংগঠনিক ব্যক্তিত্বকে সামনে এনে সংগঠনকে আরও শক্তিশালী করার। মেহেরপুর পৌরবাসী আরও বলেন আমরা আশাবাদী এই মনোনয়ন মেহেরপুর পৌর বিএনপি’র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে। অ্যাডভোকেট এহান উদ্দিন মনা বলেন গণতন্ত্রের এই যাত্রা পথে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই এবং সবার কাছে প্রত্যাশা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অ্যাডভোকেট এহান উদ্দিন মনা আগামী দিনের মেহেরপুর পৌরসভার বিএনপির কর্ণধর হিসেবে মনে করেন মেহেরপুর পৌরবাসী।